সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়েছে শীতে তীব্রতা। চারপাশ ঢেকে গেছে ঘন কুয়াশায়। এ শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। সকাল থেকে দুপুর গড়ালেও দেখা মিলেনি সূর্যের।

এদিকে ঘন কুয়াশায় রাস্তায় গাড়ি চলাচল কম দেখা যাচ্ছে, এদিকে কাজ ছাড়া এই শীতে বাহিরে কম দেখা যাচ্ছে লোকজনের, এক রকম স্থবিরতা দেখা গিয়েছে জনজীবনে। দুদিন থেকে ঘন কুয়াশায় টিপটিপ করে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।

রোববার (১০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এই শীতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান নিম্নবিত্তদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, রবিবার সকালে ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

টিএইচ